ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের সভা বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের সভা

বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বরগুনায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বরগুনার পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ এবং বরগুনা প্রেসক্লাব সেক্রেটারি আবু জাফর মো. সালেহ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বলেন, ভিন্নধর্মী এ নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ১৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।