ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে জেএমবির ১৭ সদস্য কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
সিরাজগঞ্জে জেএমবির ১৭ সদস্য কারাগারে

সিরাজগঞ্জে আদালতে হাজিরা শেষে ৪ নারী সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি'র ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আদালতে হাজিরা শেষে ৪ নারী সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি'র ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।

এরা হলেন- জেএমবির আত্মঘাতী দলের নারী সদস্য শাকিলা, ফুলেরা, রাজিয়া, নাসিমা, সদস্য রায়হান, মতিউর, আতাউল্লাহ, ইসরাফিল, রুহুল আমিন, আলমাস, জয়নাল, আবেদীন, আবু বকর, বোরহান , ইমরান, সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ, বরকত উল্লাহ।

সিরাজগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই জেএমবির সদস্যদের বিরুদ্ধে কাজিপুর, সলঙ্গা, তাড়াশ ও সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।