ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন

সুনামগঞ্জে টাকাসহ সদস্য প্রার্থীর সমর্থক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
সুনামগঞ্জে টাকাসহ সদস্য প্রার্থীর সমর্থক আটক

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় মমিনুল হক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় মমিনুল হক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার আজমপুর নৌকা ঘাট থেকে তাকে আটক করা হয়।

তিনি বুধবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম সেলিমের সমর্থক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আজমপুর নৌকা ঘাটে অভিযান চালানো হয়। এসময় আড়াই লাখ টাকাসহ সেলিমের সমর্থক মমিনুলকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।