ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশ শুরু শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশ শুরু

শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় জেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

শরীয়তপুর: শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় জেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মাহমুদুল হোসাইন খান।

জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

এছাড়াও ‍উপস্থিত ছিলেন- সভাপতি মাসুক আলী দেওয়ান, হারুন অর রশিদ, সাধারণ সম্পাদ মন্থথ কুমার দাস, জেলা স্কাউট লিডার সঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।