ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাচার হওয়া ৭ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পাচার হওয়া ৭ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশিকে দেড় বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশিকে দেড় বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস নামে দু’টি এনজিও সংস্থা পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।  

ফেরত আসা বাংলাদেশিরা হলেন-কুমিল্লার জীবন চন্দ্রশীলের ছেলে জয় চন্দ্র শীল (১৬), যশোর জেল রোডের রবিউল ইসলামের ছেলে পলাশ ইসলাম (১৭), সাতক্ষীরার আব্দুল গাজীর ছেলে সুজন গাজী (১৬), কুমিল্লার জীবন চন্দ্র শীলের ছেলে অলোক চন্দ্র শীল (১৭), সুনামগঞ্জের ফাতেমা খাতুন (২০), যশোরের ফিরোজা খাতুন (৩০) ও শাহনারা খাতুন (২২)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এনজিও সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে চার কিশোরকে ও রাইটস যশোরের কাছে তিন  নারীকে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।