ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রায়পুরে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
রায়পুরে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা উপকূলীয় উত্তর চরবংশী ইউনিয়নের ঘাসিয়ারচর গ্রামে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা উপকূলীয় উত্তর চরবংশী ইউনিয়নের ঘাসিয়ারচর গ্রামে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘাসিয়ারচর গ্রামে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, রায়পুর বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র রক্ষিত ও পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।