ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে সড়ক র্দুঘটনায় নারী মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
সাভারে সড়ক র্দুঘটনায় নারী মৃত্যু

সাভারে সড়ক র্দুঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

সাভার: সাভারে সড়ক র্দুঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেলে করে ওই নারী থানা বাসস্ট্যান্ড যাওয়ার পথে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও একজন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার ঘটনাস্থল পরির্দশন করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।