ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরওয়ের আরো বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নরওয়ের আরো বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন

বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতের মাধ্যমে এ আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ দেশি ও বিদেশি উদ্যোক্তাদের জন্য।

শেখ হাসিনা বলেন, নরওয়েতে মাছ, চামড়া, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে পারে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনের ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি বড় সমস্যা। বাংলাদেশ আশা করে বিভিন্ন দেশ প্যারিস চুক্তিতে স্বাক্ষর করার পর বৈশ্বিক উষ্ণতা কমে আসবে।

সবুজ বেষ্টনি গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলাসহ ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সফলতার পর সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের পানি সম্পদের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার অর্থনৈতিক অঞ্চলে ব্যক্তিখাতের উদ্যোগে বিভিন্ন স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় জলাধার রাখা বাধ্যতামূলক করেছে।  

নরওয়ে বাংলাদেশে সিসমিক সার্ভে করলে স্বাগত জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দায়িত্বপালনের সময় নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশকে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ এবং নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নরওয়েতে বাংলাদেশের রপ্তানি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তিনি।

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ এবং নরওয়ের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন সিসেল ব্লেকেন।

বাংলাদেশের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সফলতার প্রশংসা করেন নরওয়ের রাষ্ট্রদূত। এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে বলে আশা করেন তিনি।

দায়িত্বপালনকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সর্ম্পক জোরদার ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন বলে প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।