ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন দগ্ধসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন দগ্ধসহ আহত ৬ দিনাজপুর দুর্ঘটনা

দিনাজপুর সদর উপজেলার দাইনূড় সীমান্ত এলাকায় দু’টি নসিমনের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এসময় নসিমনের গরম পানি পড়ে আব্দুল জলিল (৪২) নামের এক চালকের শরীর ঝলসে গেছে।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার দাইনূড় সীমান্ত এলাকায় দু’টি নসিমনের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এসময় নসিমনের গরম পানি পড়ে আব্দুল জলিল (৪২) নামের এক চালকের শরীর ঝলসে গেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।