ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে শ্রমিককে পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নারায়ণগঞ্জে শ্রমিককে পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোপনদী এলাকায় আল আমিন (২০) নামে এক কারখানা শ্রমিককে পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোপনদী এলাকায় আল আমিন (২০) নামে এক কারখানা শ্রমিককে পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার গোপনদী এলাকায় অবস্থিত সবেজ আলি স্টিল মিলসে এ ঘটনা ঘটে।

 

আল আমিন উপজেলার বর্মনদী গ্রামের বাসিন্দা হাসান আলির ছেলে।  
 
সবেজ আলি স্টিল মিলসের কর্মকর্তা এনামুল হক জানান, দুপুরে একই মিলসের শ্রমিক রিমন কম্প্রেসার মেশিন দিয়ে আল আমিনের পায়ুপথে বাতাস দেয়। এতে পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, আল আমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।