কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় অপহরণ হওয়ার ছয় দিনপর ইমরান হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীপাড়া পদ্মা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, ২৩ ডিসেম্বর ইমরান হোসেন অপহৃত হন। এ ঘটনায় ওই দিনই ইমরানের মা শেফালী খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বারোমাইল গ্রামের ইয়াসিন আলীর ছেলে হাসান ও হারুন এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে রহিম ও রওশনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর ২৪ ডিসেম্বর (শনিবার) ভেড়ামারা থানা পুলিশ রওশনকে গ্রেফতার করে।
বুধবার সকালে মুন্সীপাড়া পদ্মা নদীর তীরে ইমরানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ইমরানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি/আরএ