ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে নসিমন দুর্ঘটনায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
দিনাজপুরে নসিমন দুর্ঘটনায় চালক নিহত

দিনাজপুরে দু’টি নসিমনের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দিনাজপুর: দিনাজপুরে দু’টি নসিমনের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন।

 

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বিকেলে দু’টি নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ সদর উপজেলার দক্ষিণ দাইনূড় গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে বলেন, বিকেলে দু’টি নসিমনের সংঘর্ষ হয়। এতে দুই চালকসহ ছয়জন আহত হয়। এসময় নসিমনে থাকা গরম পানিতে ঝলসে যায় সাজ্জাদ। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সাজ্জাদ।

মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।