ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
রাঙামাটিতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা রাঙামাটিতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা-ছবি: বাংলানিউজ

রাঙামাটিতে জেলা-উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে জেলা-উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিনোদ শেখর  চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের ডিপিএম নাছির উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট গাইনি ডা. হেনা বড়ুয়া।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।