লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আট জন আহত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান ভূঁইয়া, পেয়ার আলী, শাওন, ছাত্রলীগ নেতা জুয়েল, মোজাম্মেল হক ও রাশেদ ভূঁইয়া আহত হয়। বাকি দুই জনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে পেয়ার আলীসহ তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নোমান ভূঁইয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের আটজন আহত হন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি