সিলেট: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে সংরক্ষিত ৫টি ওয়ার্ডে পাঁচজন জয়ী হয়েছেন। নির্বাচনে অংশ নেন ২৮ প্রার্থী।
বুধবার (২৮ ডিসেম্বর) জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আমাতুজ জাহুরা রওশন জেবীন (বই) ৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলেনা আহমেদ (ফুটবল) পান ৬৭ ভোট।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে তামান্না আকতার হেনা (মাইক) ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা বেগম (হরিণ) পেয়েছেন ৭৪ ভোট।
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে সুষমা সুলতানা রুহি (দোয়াত কলম) ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিমা বেগম রব্বানী (হরিণ) ৯০ ভোট পান।
সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে হাছিনা বেগম ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিরা বেগম (হরিণ) ১০৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে সাজনা সুলতানা হক চৌধুরী (ফুটবল) ৮৯ ভোটে মনিজা বেগমকে পেছনে ফেলে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মনিজা বেগম পান ৭৮ ভোট।
এরআগে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।
প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত ওয়ার্ডে ২৮ জন ও সাধারণ ওয়ার্ডে ৮০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ ওয়ার্ডে ১১০জন প্রার্থী থাকলেও ৫টি ওয়ার্ডের (ওয়ার্ড-১, ৩, ৮, ৯, ১৪) সদস্য পদে ভোট স্থগিত হওয়ায় ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেননি।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনইউ/এএ