ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

হত্যা মামলার দুই আসামির ঢামেক হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
হত্যা মামলার দুই আসামির ঢামেক হাসপাতালে মৃত্যু

ব্লগার ও লেখক অভিজিৎ রায় এবং সিলেটের ব্লগার অনন্ত হত্যা মামলার আসামি আবুল বাশার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ রায় এবং সিলেটের ব্লগার অনন্ত হত্যা মামলার আসামি আবুল বাশার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

আবুল বাশারের স্ত্রী মুন্নি বাংলানিউজকে জানান, বাশার অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়না তদন্ত শেষে মরদেহ বরগুনায় নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে রামপুরার হাজীপাড়ার বুশরা হত্যা মামলার ফাঁসির আসামি এমএ কাদের (৬৬) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, ওই দুই আসামি  চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এজেডএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।