ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরাইলে ট্রাক্টরচাপায় অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
সরাইলে ট্রাক্টরচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক্টরের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চার যাত্রী। 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক্টরের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চার যাত্রী।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই অাঞ্চলিক সড়কের সরাইল উপজেলার ধর্মতীর্থ হাওরের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাসিরনগর যাচ্ছিল। পথে ধর্মতীর্থ হাওরের কাছে ইট বোঝাই একটি পাওয়ার টিলার (ট্রাক্টর) ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী অাহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তাদের একজনের মৃত্যু হয়। অাহত বাকি চারজনের মধ্যে দু’জন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি দু’জনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।