ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সদস্যরা

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, কাশিয়ানী উপজেলা আওয়ামীগ সভাপতি মোক্তার হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ পাঁচটি সংরক্ষিত নারী আসন ও ১৫টি ওয়ার্ডের পুরুষ সদস্য এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।