ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুর সীমান্ত থেকে ২ গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জামালপুর সীমান্ত থেকে ২ গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জামালপুর সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সোমনাথ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

জামালপুর: জামালপুর সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সোমনাথ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয়দের দাবি, শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া ইউনিয়নের বৈষ্ণমপাড়া গ্রামের বাবুলের ছেলে সাজু ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের জহুরুলের ছেলে রুবেল বৃহস্পতিবার বিকেলে ৪ লাখ টাকা নিয়ে অবৈধ পথে গরু কিনতে যায়।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সোমনাথ এলাকায় সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

৩৫ বিজিবির কামালপুর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে এখনো কেউ  আমাদের কাছে অভিযোগ করেনি।
এছাড়া বিএসএফের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ করা হয়নি বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।