ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
মুন্সীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বিকাশ বর্মন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বিকাশ বর্মন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিকাশ উপজেলার শেখরনগর ইউনিয়নের জলপাড়া গ্রামের মৃত সুনিল বর্মনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (২৪ ডিসেম্বর) মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বিকাশ। পরে বৃহস্পতিবার দুপুরে গোপালপুর গ্রামের ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদস হাসান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ইছামতি নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ওই যুবককে ৩/৪ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।