ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাচার হওয়া ৭ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ডিসেম্বর ২৯, ২০১৬
পাচার হওয়া ৭ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর পাচার হওয়া ৭ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর-ছবি: বাংলানিউজ

ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি কিশোর-কিশোরীকে দেড় বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি কিশোর-কিশোরীকে দেড় বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, যশোর রাইটস ও আহছানিয়া মিশন নামে তিনটি বেসরকারি (এনজিও) সংস্থা পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।  

ফেরত আসা বাংলাদেশিরা হলেন-চট্টগ্রামের মাসুদ রানা জাফরের ছেলে রকিব (১৬), ঝিনাহদহের আয়ুব আলীর ছেলে নাসির খান (১৫), শরিয়তপুরের শাহ আলম মোল্লার ছেলে দিদার মোল্লা (১৪), ঢাকার লতিফের ছেলে রাশিপ মিয়া (১৬), চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমানের ছেলে সোহেল রানা (১৫), যশোরের মালেক শিকদারের মেয়ে লাভলী খাতুন (১৬) ও খুলনার রতন খলিফার মেয়ে মারুফা বেগম (১৭)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এনজিও সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে দুই কিশোরীকে, রাইটস যশোরের কাছে চার কিশোরকে ও আহছানিয়া মিশনের কাছে এক কিশোরকে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এজেডএইচ/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।