অতিরিক্ত কুয়াশার কারণে দুই দফায় প্রায় পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ: অতিরিক্ত কুয়াশার কারণে দুই দফায় প্রায় পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, অতিরিক্ত কুয়াশার কারণে ভোর ৫টা থেকে নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিলো। ভোর ৬টায় পাটুরিয়া ঘাট এলাকায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। কিন্তু দৌলতদিয়া ঘাট এলাকায় কুয়াশা বেশি থাকার কারণে মাঝ নদীতে অবস্থান নেয় ছোট বড় সাতটি ফেরি।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
**পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসম্বের ৩০, ২০১৬
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।