ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা

কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অধূমপায়ী বন্ধু সংঘ’।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অধূমপায়ী বন্ধু সংঘ’।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টা সংগঠনটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোণ্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ৩৬ জন রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়।

অধূমপায়ী বন্ধু সংঘের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. ইমরুল বাহার অচিন, কোণ্ডা ইউপি সাবেক চেয়ারম্যান আবু বকর, ইউপি সদস্য রফিকুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার আইসিটি সমিতির সাধারণ সম্পাদক এলিজা বেগম, ফাহমিদা মনি, তাজুল ইসলাম চৌধুরী, তমাল ইমরান বিল্লাহ, আলামিন মাহমুদ রাজিব ও প্রকৌশলী রাশেদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।