ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের স্মরণসভা চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা-ছবি: বাংলানিউজ

পিরোজপুরের কাউখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কোস্টাল জার্নালিস্ট অব ফোরাম বাংলাদেশ-সিজেএফবির উদ্যোগে কাউখালী প্রেসক্লাবে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর।

কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহামুদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন-কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক, যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিযুষ দে, মানবজমিন প্রতিনিধি ছরোয়ার জাহান টিটু প্রমুখ।

স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মোনাজাত উদ্দিনের সোনালী সাংবাদিকতা জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।