ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শীতার্তদের জন্য ‘কনসার্ট ফর উষ্ণতা’ ৬ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
শীতার্তদের জন্য ‘কনসার্ট ফর উষ্ণতা’ ৬ জানুয়ারি

সারাদেশে হাড়কাঁপুনি দিয়ে নামছে শীত। শীতের তীব্রতা যত বাড়ছে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ৬ জানুয়ারি আয়োজন করা হচ্ছে ‘কনসার্ট ফর উষ্ণতা’।

ঢাকা: সারাদেশে হাড়কাঁপুনি দিয়ে নামছে শীত। শীতের তীব্রতা যত বাড়ছে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে।

এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ৬ জানুয়ারি আয়োজন করা হচ্ছে ‘কনসার্ট ফর উষ্ণতা’।

বাংলাদেশ স্টুন্ডেন্ট কাউন্সিল এবং ‘অমৃতসূর্য’র যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সেদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ কনসার্ট।

এতে সংগীত পরিবেশন করবেন প্রিতম, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, সায়ান, সাজু, অর্জন, এ্যাসেজ, গানকবি, অবসকিউর, গানপোকা, দুর্গ, অক্সিজেন, হ্যামারনসহ অনেকে।

আয়োজক সূত্র জান‍ায়, কনসার্টটি সবার জন্য উম্মুক্ত। বিনামূল্যে কনসার্টে প্রবেশ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বিএসকে/এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।