ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
সৈয়দপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমতিয়াজ আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমতিয়াজ আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের গোয়ালপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমতিয়াজ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান,
ইমতিয়াজ পাঁচটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তার মধ্যে চারটি ব্যবসায়ীক লেনদেনে ফাঁকি ও বিদ্যুতের অনিয়মে একটি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে নীলফামারীর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।