ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
রাজশাহীতে জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতার উদ্বোধন ১০ম জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ছবি: বাংলানিউজ

বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের আয়োজনে রাজশাহীতে ১০ম জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

রাজশাহী: বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের আয়োজনে রাজশাহীতে ১০ম জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, যার মন ভালো সে ভালো কাজ করবেই। ক্রীড়া অনুশীলনের মাধ্যমেই শরীর ও মন উভয়ই সুস্থ থাকে। আর এজন্য নিয়মিত প্রশিক্ষণ করতে হবে।

ব্যুত্থান মার্শাল আর্ট-এর ওয়ার্ল্ড রেকর্ডধারী সুপার হিউম্যান গ্র্যান্ড মাস্টার এমএ কে ইউরি বজ্রমুনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী আ. মান্নান।

স্বাগত বক্তব্য রাখেন ব্যুত্থান মার্শাল আর্টের রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক এ কে কালাম লিটন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের দপ্তর সম্পাদক সোহেল মাহবুব, সিনিয়র প্রশিক্ষক আ. হামিদ, হারুনুর রশীদ, মিজানুর রহমান, মাহবুবুল আলম লিটন প্রমুখ।

দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার শতাধিক প্রতিযোগী অংশ  নেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।