নারায়ণগঞ্জ: সারাদেশের মতো নারায়ণগঞ্জের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যেও ১ জানুয়ারি বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।
এরইমধ্যে নারায়ণগঞ্জ শহর ও উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০১৭ সালের নতুন সব পাঠ্যপুস্তক পৌঁছে গেছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মজিব আলম।
তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে ৫টি উপজেলায় ৪২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩২টি রেজিস্টার্ড, কমিউনিটি, আনরেজিস্টার্ড, অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।
নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় ৪ লাখ ২০ হাজার ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৭ লাখ নতুন বই বিতরণ করা হবে। কিন্তু শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এখনও সব বই আসেনি। যেসব বই এখনও আসেনি সেগুলোও আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এএ