গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১০-১৫ জন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর থানার পাড়াতলা এলাকার বাবুল মিয়ার ছেলে আতিক (২৫), একই থানার মধ্যনগর এলাকার ননি খানের ছেলে তাজিম খান (২১) ও একই এলাকার নূর মোহাম্মদের স্ত্রী কহিনূর বেগম (৩০)। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া জানান, নরসিংদীর শিবপুর থানার বিভিন্ন এলাকা থেকে ২০-২৫ জন কাপাসিয়ায় তারাগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে আসছিলেন। পথে কাপাসিয়া তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদী পার হওয়ায় সময় তাদের নৌকাটি নদীতে ডুবে যায়।
পরে স্থানীয়রা ও ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নৌকা ডুবির ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
**কাপাসিয়ায় নৌকা ডুবে নিহত দুই
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরএস/জেডএস