ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৪০৬টি মোবাইল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বেনাপোলে ৪০৬টি মোবাইল জব্দ যশোরের বেনাপোল সীমান্তে জব্দ হওয়া ৪০৬টি মোবাইল ফোন সেট

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা নকিয়া ব্র্যান্ডের ৪০৬টি মোবাইল ফোন সেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোলের পুটখালী সড়কের গাতিপাড়া সীমান্ত থেকে মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে ভারত থেকে পাচার করে আনা বিপুল সংখ্যক মোবাইল ফোন সেট নিয়ে সীমান্ত পথে দেশে অনুপ্রবেশ করছিল একদল চোরা কারবারী।

খবর পেয়ে বিজিবি সদস্যরা গাতিপাড়া সীমান্তে অভিযান যায়। টের পেয়ে চোরা কারবারীরা ৪০৬টি মোবাইল ফোন সেট ভর্তি দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জব্দকৃত ফোন সেটগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।