শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
যুগ্মসচিব ও ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মো. জোবায়ের আল মাহমুদ হোসাইন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দু’টি ব্যাচে ৫০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তাদের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা পরে আউটসোর্সিং এর ওপর প্রকল্পভিত্তিক কাজ করারও সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমএস/বিএসকে/এসআই