ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই গরু ব্যবসায়ীকে অচেতন করে টাকা হাতিয়ে নিলো সহযোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
দুই গরু ব্যবসায়ীকে অচেতন করে টাকা হাতিয়ে নিলো সহযোগী

রাজধানীর গাবতলীর কোটবাড়ি এলাকায় একটি বাড়িতে দুই গরু ব্যবসায়ীকে  অচেতন করে তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তাদেরই এক সহযোগী।

ঢাকা: রাজধানীর গাবতলীর কোটবাড়ি এলাকায় একটি বাড়িতে দুই গরু ব্যবসায়ীকে  অচেতন করে তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তাদেরই এক সহযোগী।

শনিবার ( ডিসেম্বর ৩১) বিকেলে অচেতন দুই গরু ব্যবসায়ী জমিরউদ্দিন (৪০) ও আফান আলীকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের পাকস্থলি ওয়াশ করেন।

বর্তমানে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এই দুই গরু ব্যবসায়ী।

এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি দুই গরু ব্যবসায়ীকে তাদেরই সহযোগী অপর এক গরু ব্যবসায়ী বাহারুল অচেতন করে টাকা নিয়ে পালিয়ে গেছে। তারা সুস্থ হলে বোঝা যাবে কত টাকা খোয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।