ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কঠোর নিরাপত্তায় ঢাবিতে বর্ষবরণের প্রস্ততি

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
কঠোর নিরাপত্তায় ঢাবিতে বর্ষবরণের প্রস্ততি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়ানো হয়ে নিরাপত্তা-ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়: কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি চলছে। টিএসসিসহ ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে বর্ষবরণ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই হলের ভেতর বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার কথা জানান। বর্ষবরণের অনুষ্ঠানে কোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না বলেও জানান তিনি।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যাম্পাসের শাহবাগ মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হলের মোড়, পলাশীর মোড় ও নীলক্ষেত মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।

রাত ৮টার পর বিশ্ববিদ্যালয় ছাত্র ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।