ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাগত ২০১৭ (ভিডিও)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
স্বাগত ২০১৭ (ভিডিও) ভিডিও: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাগত ২০১৭। সব ধরনের জরাজীর্ণতা, ব্যর্থতা ও গ্লানিকে মুছে ২০১৬ সালকে বিদায় দিয়ে নব সম্ভাবনার প্রত্যাশায় নতুন বছর ২০১৭ কে স্বাগত জানালো রাজধানীবাসী।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিট (নববর্ষের ১ জানুয়ারির প্রথম প্রহর) বাজতেই আতশবাজি ফাটিয়ে, ফানুস উড়িয়ে, উল্লাস-উচ্ছ্বাস করে এ বর্ষবরণ করা হয়।

সন্ধ্যা থেকেই আয়োজন ছিল।

ঘড়ির কাঁটা ২০১৬ সাল পেরিয়ে ২০১৭ সালের প্রথম দিন ছুঁতেই পটকা-আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। মুহুর্মূহু আতশবাজির সঙ্গে চলে নববর্ষকে স্বাগত জানিয়ে গান-বাজনাও।

তবে এ বর্ষবরণে মধ্যরাত পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি। সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীও।

সবারই প্রত্যাশা, পুরনো বছর যা দিয়ে গেছে অথবা নিয়ে গেছে তা ছাপিয়ে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আরও উজ্জ্বল হয়ে আসুক ২০১৭।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এইচএ/

** বছরের শেষ সূর্য, বিদায় ২০১৬...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।