ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে গুলিবিদ্ধ পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
টেকনাফে গুলিবিদ্ধ পলাতক আসামি গ্রেফতার প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় মো. ইলিয়াছ নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিন রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ইলিয়াছ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল ইসলাম হত্যা মামলার আসামি।

তিনি নতুন পল্লান পাড়ার নুর আলমের ছেলে।  

পুলিশ জানায়, রাতে তিন রাস্তার মাথায় দু’পক্ষের গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় গুলিবিদ্ধ মো. ইলিয়াছকে (২৮) গ্রেফতার করা হয়। পরে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ইলিয়াছকে   আদালতে পাঠানা হবে। একইসঙ্গে তার ওপর হামলাকারীদের খুঁজে আসল ঘটনা বের করা হবে।

বিদায়ী বছরের ৪ জুলাই রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া তিন রাস্তার মাথায় বাড়িতে ঢুকে সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
টিটি/আরইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।