ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছরের প্রথম সূর্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বছরের প্রথম সূর্য নতুন বছরের প্রথম সূর্য- দীপু মালাকার

ঢাকা: ‘যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়। তবু চলে যায়।’ বিদায় দিতে না চাইলেও কবিতার পঙক্তির মতো বিদায় নিল আরো একটি বছর। নতুন সূর্যে যাত্রা নতুন বছরের।

থার্টি ফাস্ট শেষেই শুরু হয় নতুন ভোরের। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আগমণ।

উঁকি দিয়ে সূর্য জানান দেয় নববর্ষের প্রথম প্রহরের।
নতুন বছরের প্রথম সূর্যরোববার (১ জানুয়ারি) ২০১৭ সালের প্রথম দিন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভোর ৬টা ১৬ মিনিটে সূর্যোদয়ের কথা। কিন্তু ঘন কুয়াশায় আধ ঘণ্টা পর উঁকি দেয় নতুন বছরের সূর্য।
নতুন বছরের প্রধম সূর্য

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।