ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

রংপুর: আশুলিয়ায় শ্রমিক নির্যাতন, ছাটাই ও রংপুরে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জানুয়ারি ) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে জেলা শাখার এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সংগঠনের জেলা কমিটির সদস্য সবুজ রায় ও জেলা সংগঠক সুজন বাসফোর প্রমুখ।

বক্তারা আশুলিয়ায় ছাটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল, মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।