ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি লিটনকে হত্যা করেছে জঙ্গি ও জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
এমপি লিটনকে হত্যা করেছে জঙ্গি ও জামায়াত এমপি লিটনের মরদেহে আ.লীগের কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাঞ্জলি

রংপুর: গাইবান্ধা-১ (সুন্দরগপঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে জঙ্গি ও জামায়াত পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, জঙ্গি ও জামায়াত শিবির এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

জামায়াত শিবিরের ঘাঁটি সুন্দরগঞ্জ উপজেলার মাস্টার পাড়া গ্রামে এমপি লিটনের বাড়ি।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন সংসদ সদস্যকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন নানক।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম মোহাম্মদ ফারুক, পুলিশ সুপার মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল।

জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ এমপি লিটনের পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা জানুয়ারি ০২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।