ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতিতে ট্রাকের সংর্ঘষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
কালিহাতিতে ট্রাকের সংর্ঘষে নিহত ১

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতিতে কয়েকটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

সোমবার (০২ জানুয়ারি)  সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা থেকে ২শ’ গজ দূরে একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

অতিরিক্ত কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এর পরপর আরো দু’টি ট্রাক একইভাবে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় মহাসড়ক স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।