সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উদ্ধার হওয়ায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেললাইন স্বাভাবিক হয়েছে। রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। তিন ঘণ্টা পর ইঞ্জিনটি উদ্ধার করা হয়।
এর আগে রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে আনা অপর একটি ইঞ্জিন জোড়া লাগিয়ে রাজশাহী এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়।
সোমবার (২ জানুয়ারী) সকাল ৬টার দিকে ঢাকার দিকে ছেড়ে যায় আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যা সাতটার দিকে বাজার স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইন ঘোরানোর সময় ইঞ্জিনটি ক্রসিং পয়েন্ট থেকে ফেরার সময় লাইচ্যুত হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।