জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান।
এসময় মন্ত্রীপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (০১ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
এমপি লিটন শনিবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধার নিজ বাস ভবনে আততায়ীদের ছোড়া গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিকেল ৪টায় গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসএম/এসএইচ