এ উপলক্ষে সোমবার ( ০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট-এ গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কিরণ শংকর বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশ নেয়।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন বছরের ব্রেইল পাঠ্যবই বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরএ