নিহতের স্বজন মো. মাসুক বাংলানিউজকে জানান, রায়হান প্রাণ কোম্পানিতে চাকরি করতো। সকালে সে আমিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে খবর পেয়ে তার সন্ধানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এসে মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
এদিকে দুর্ঘটনার সময় সে দায়িত্বরত থাকলেও এখন পর্যন্ত কোম্পানির কোন লোককে তারা খুঁজে পাননি।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রায়হানকে হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/আরএ