সোমবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, পুত্রবধূ নার্গিস খাতুন আব্দুর রশিদকে শারিরীকভাবে নির্যাতন করতেন।
এদিকে, পুত্রবধূ নার্গিস খাতুন বলেন, শারিরীক অসুস্থ্যতার কারণে তার শ্বশুর সকালে বিষপান করেছেন। তবে, কেনো দীর্ঘ ১০ ঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়া হলো এমন প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করেননি তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি