তিনি বলেন, শোক কর্মসূচির মধ্যে রয়েছে সুন্দরগঞ্জে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও দোয়া-মাহফিল।
এছাড়া মঙ্গলবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন এমপি লিটন। গুরুতর অবস্থায় লিটনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসআই