ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শরীয়তপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর: শরীয়তপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যায়  সদর উপজেলার ডোমসার বাজারের মনির সরদারের ফার্নিচার দোকানের ভেতরে ইয়াবা সেবনের সময় ২৫ পিচ ইয়াবা সহ তাদের আটক করা হয়।

আকটকরা হলেন- সদর উপজেলার কোয়ারপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে রবিন ফকির (২০),  দুলাল খানের ছেলে জীবন খান (২৪) ও আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে সাইফুল ইসলাম (২২)।

তাদের বিরুদ্ধে পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পালং মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডোমসার বাজারের একটি ফার্নিচারের দোকানের ভেতর থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পালং থানায় মামলা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রবিন পালং মডেল থানার জিআর ২০১৪/২০১২ নং মাদক মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ২০১৬ সালের ১৪ অক্টোবর শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। এর আগে তিনি জামিন নিয়ে পলাতক ছিলেন। তাকে ধরার জন্য পুলিশ দীর্ঘদিন ধরে খুজছিল।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
বিএস

 

 


      

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।