ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বক্তব্য দিচ্ছেন এ কে এম শহীদুল হক (ফাইল)

ঢাকা: রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

শহীদুল বলেন, রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়।

তার পর থেকেই তিনি মনিটরিং করছেন।

এ সময় তিনি ফায়ার সার্ভিসের সমালোচনা করে বলেন, ফায়ার সার্ভিসের সেই ক্যাপাসিটি নেই, চাহিদা মতো পানি পৌঁছানো যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, দাহ্য পদার্থ ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। কাঁচা বাজার অংশ এখন পুড়ছে। কেন আগুনের এই ঘটনা তা তদন্ত করে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।