ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমতলীতে এক বাড়িতে ডাকাতি, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
আমতলীতে এক বাড়িতে ডাকাতি, আহত ৩

বরগুনা: আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামের মাহবুব আলম মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ রাত তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে উপজেলার উত্তর টেপুরা গ্রামের মাহবুব আলমের ঘরের দরজা ভেঙে ৭/৮ জনের একদল ডাকাত ঢোকে।

এ সময় মাহবুব আলম, তার স্ত্রী রুমা বেগম ও কাজের লোক মাসুম পাহলান ঘুমিয়ে ছিলেন। ডাকাতদল ঘরের সবাইকে মারধর করে বেঁধে ফেলে। পরে আলমারি থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ বাংলানিউজকে বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।