গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে এভাবেই আহাজারি করছিলেন ভাই ভাই ক্রোকারিজের মালিক মো. ইউসুফ।
তিনি বলেন, ‘যা কামাইছি তা দিয়ে খালি মাল কিনছি।
আগুনে সর্বস্ব খোয়ানো ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘আমি বাঁচতাম না, আমারে নিয়া আপনেরা মাডি (মাটি) দিয়ালান। আল্লাহ আমার এই টাকা কে দিব!’
আরেক ব্যবসায়ী রায়হান পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘শো-পিসের দোকান আমার। সব শেষ হয়ে গেল! এখন আমারে কে বাঁচাইব?’
এভাবেই ডিএনসিসি মার্কেটের প্রায় সব ব্যবসায়ী শোকে ভেঙে পড়েছেন। তাদের কেউ কেউ কিছু মালামাল বের করতে পারলেও অধিকাংশ দোকানই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
পিএম/এমজেএফ