ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মহানগরীর অলিগলি ও রাস্তাগুলো মার্কিং করার জন্য অত্যাধুনিক রোডমার্কার নামিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। লন্ডন থেকে আমদানি করা এ রোডমার্কার কাজের গতি বাড়িয়ে দেবে। এটি ঘণ্টায় তিন কিলোমিটার রাস্তা মার্কিং করতে পারে।
সোমবার (০৩ জানুয়ারি) ডিএসসিসি’র সায়েদাবাদ ওয়ার্কশপে এ যন্ত্রটির উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।
মেয়র বলেন, আমাদের ঢাকার বেশিরভাগ রাস্তায় কোনো মার্কিং নেই।
দ্রুততম সময়ের মধ্যে রোডমার্কিং করতে এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণে যেসব রাস্তায় পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানে মার্কিং করে সাইকেল লেন করে দেওয়া হবে। এতে সাইকেল আরোহীদের সুবিধা হবে। রোডমার্কারের মাধ্যমে কাজটি আরও সহজ হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএম/জিপি/এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।